https://www.youtube.com/watch?v=f_CzliUsB2w
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায়।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক
কষতে বারণ ছিল তাই
কিছুই বোঝা গেলনা প্রায় !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই
———————–
গীতিকার, সুরকার, সঙ্গীত, কণ্ঠ : অনুপম রায়
মুভি : হেমলক সোসাইটি
Leave a Reply