এই রং-বেরং-এর খেলার মাঝে
. দেখতে পাই যে তারে |
তার রিনি ঝিনি নূপুর শুনে
. দেখতে পাই যে তারে |
আমার চোখের দেখা নাইবা হল
. মন যে তারই দেওয়া
সেই মনের মাঝে সুরে সুরে
. তারই গান যে গাওয়া |
তাই নয়ন আমার নেইতো তবু
. এলেম যে তার দ্বারে
যেখানে আলোর কমল উঠল ফুটে
. আঁধার পারাবারে |
পথের ধারে ফুলের হাসি
নদীর তীরে ঢেউ-এর হাসি
আকাশ ভরা তারার হাসি
বাতাস ভরা মধুর হাসি
এই জীবনের কান্না রাশি
. নাইবা জানি নাইবা শুনি
দুঃখের কথা হোকনা সারা
. কান্না হাসি তারই জানি |
আমি হাসি তুমি হাস
. হাসি নিয়ে দেখব তারে |
—————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : সুরের আগুন
Leave a Reply