প্রেম করেছি আমি, প্রেম করেছি কত
প্রেম করেছি আমি এন্তার,
ঠিক ঠিকানা নেই তার |
দুই পাশে দুই ছেলে আমার সদা ঘোরে ফেরে
ছেলের দল বদলি করি প্রতি শনিবারে |
তবু তবু তবু আমার আশা মেটে না |
বাপি ঢালে কালো টাকা, কোশ্চেন আসে ঘরে,
ফার্স্ট, সেকেন্ড হই আমি সেই টাকার জোরে |
তবু তবু তবু আমার শরম হয় না |
মা আমার পার্টি করে, বয়ফ্রেন্ড আসে ঘরে,
লজ্জা শরম নেইকো কারো—- সমাজটি এই বুঝতে পারো !
তবু তবু তবু আমার মরণ হয়না |
—————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : এক যে ছিল দেশ
Leave a Reply