নম কৃষ্ণ কৃষ্ণ বল বিষ্ণু বিষ্ণু
ভজ এই নামে, তরে যাবে ভাইরে |
আহা শ্যামের সোনার বাঁশি, মুখে তার মৃদু হাসি
এ রূপের তুলনা যে নাইরে |
মুকুটে কোটি সূর্য গলে দোলে বৈদুর্য
নূপুরের কিনিকিনি বাজেরে বাজেরে |
ক্ষমা ধর্ম আর কর্ম সাধনা যার
সে তার পায়ে ঠাঁই পায়রে পায়রে
—————–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : বৈদুর্য রহস্য
Leave a Reply