মন বলে আমি মনের কথা জানিনা
তারায় তারায় উড়ে বেড়ায়
মাটিতে সে নামে না |
সাঁঝের তারা হাতছানি দেয়— ভোরের তারা টানে
সাগরঢেউ-এ ভেসে যায় সে—-কোন পাড়ে কে জানে ?
দেহ আমার চলতে নারে — বইতে নারে ভারে
হালকা হাওয়ায় পালকি চড়ে—কোথাও সে যে থামে না |৯
তের নদী সাত সমুদ্দুর– সেযে রে ভাই তারই দোসর
ঝরা শাওন ভরা ভাদর–সবই যে ভাই তারই গোচর
দেহ আমার ঘরের কোণে–কাটায় নিশি সাঁঝ বিহানে
দিনের আলো রাতের আঁধার
কিছুই সে যে মানে না |
—————–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : হারমোনিয়াম
Leave a Reply