রাত কেন তন্দ্রা হারা
মন কেন উদাস করা
গলা কেন ধরা ধরা
জানি জানি করে আমি জানিনে—
কিছু বুঝিনে হায়— রাত কেন তন্দ্রা হারা |
চোখের খেলা শুরু হল
কান্না হাসির ঝিলিক এল
নোঙর আমার ঘুলে গেল
পালে আমার হাওয়া এল
কীসে এল—কীসে গেল—কীসে হল
জানি জানি করে আমি জনিনে |
ও গুরু গুরু গুরু গুরু ডাকে
ও দুরু দুরু দুরু দুরু বুকে
ও শন্ শন্ শন্ শন্ হাওয়া
ও হারাল হারাল বলে চাওয়া
চাওয়া চাওয়া চাওয়া—পাওয়া পাওয়া পাওয়া
চাওয়া পাওয়া, পাওয়া চাওয়া
জানি জানি করে আমি জানিনে—-
কিছু বুঝিনে হায়— রাত কেন তন্দ্রা হারা |
ছল ছল আঁখি ধারা কেন বহে যায়
গোপনে নয়ন কোণে মুকুতা গড়ায় গো
কেন বহে যায় ?
————-
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : এখনই
Leave a Reply