দোলনচাঁপার শাখে
দোলনা বেঁধে দুলিব,
মোরা দুলিব দুজনে মিলে ;
দুটি মরাল সম দোঁহে
সাঁতার দেব
নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরুতলে
রচিব শয়ন ফুলদলে—-
রাতের পাখির মত
ঘুমাব দোঁহে—-
মধুর স্বপন বিলাসে |
পরদেশি কোথা যাও
থামো গো হেথা
পলাশবনের পাশে |
——————–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আরোহি
Leave a Reply