আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড়,
দেশটারে চাই লুটেপুটে খেতে করি সব ছারখার |
পাপের বোঝার তাপেতে অন্ধ, টাকা-বলে বলীয়ান,
হাজার মুখের অন্ন কাড়িয়া চ্যারিটিতে করি দান—
আমি মস্তান—– আমি মস্তান—— আমি মস্তান |
খুন করেছি অনেক জীবনে, খেলতে রাজনীতির খেলা,
হয়ে রাহু খোলা দুই বাহু টিপেছি অনেক গলা |
ষোল আনার সবটাই চাই ছাড়তে নারাজ কিচ্ছু—
আমি বিচ্ছু — আমি বিচ্ছু— আমি বিচ্ছু |
ব্ল্যাক টাকা ভাই, বল কত চাই
হোয়াইট—-তার নেই কারবার
দেশের অ্যান্টিক, চিনে ফেলি ঠিক
করি বারবার বিদেশ পাচার |
সভা-সমিতিতে দু-হাত জুড়িতে
আমার মতন নেই কোনজন
অর্থের সাথে যশটি জড়াতে —যশ মান—
অর্থের সাথে যশটি জড়াতে
তাই তো লড়ছি ইলেক্ শান |
আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান |
———–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : এক যে ছিল দেশ
Leave a Reply