চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিং টোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি (২)
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
——————–
গানের কথা : শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
গায়ক / গায়িকা : শ্রেয়া ঘোষাল / প্রিয়ম মুখার্জী
চলচ্চিত্র: অটোগ্রাফ
http://www.youtube.com/watch?v=nY5tktmwh3w
Leave a Reply