তুমি আমায় করতে সুখী জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না কি সুখ তুমি পেলে
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি
আমি পেয়েছি আলো
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানিনা কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে
গড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই যে ভালোবাসার
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না কি সুখ তুমি পেলে
————–
অমিত কুমার, অনুরাধা পাড়োয়াল
Munnaf Rahman
Ei gaan guloi valo chilo……..
আবুল কালম
এই গান শুনে যারা
বলে না কো কুচপান
যাক যাক তারা
নিপাট যাক।
রায়হান আহম্মেদ সবুজ
এই গানের শিল্পী কুমার শানু নয় অমিত কুমার
আর মেয়ে শিল্পী মিতালি মুখার্জি নয় অনুরাধা পারুয়াল
Bangla Library
ধন্যবাদ।