তোমার ভূবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার ||
কোথায় অযোধ্যা কোথা সেই রাম
কোথায় হারালো গুণধাম,
একি হলো একি হলো,
পশু আজ মানুষেরই নাম |
সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে
শেষ করে দাও এই অনাচার ||
তোমার কঠিন হাতে বজ্র কি নাই
হিংসার করো অবসান,
তোমার এ পৃথিবীতে যারা অসহায়
তুমি মা তাদের করো ত্রাণ |
চরণতীর্থে তব এবার শরণ লবো
দুর্গম এই পথ হব পার ||
(ছায়াছবিঃ মরুতীর্থ হিংলাজ, সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়)
Leave a Reply