কেন এ হৃদয় চঞ্চল হোলো।
কে যেন ডাকে বারে বারে, কেন, বল কেন ?
আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি
আজ মনে হয়, এই শিহরণ, এই বুঝি ফুটছে আমার তরে।
কেন এ কণ্ঠে এলো গান, কেন, বল কেন ?
এ এক মধুর নেশা যেন, কেন, বল কেন ?
শুধু সুর শুনেছি, সুর তুলতে এখনো পারিনি
আজ মনে হয় গান হয়ে মোর, তাই বুঝি ফুটেছে কথার কলি ।
————
কথা – মোহিনী চৌধুরী
সুর – হেমন্ত মুখার্জী
কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়
চলচ্চিত্র – নায়িকা সংবাদ
Leave a Reply