বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়
—————-
হাবিব ওয়াহিদ, ন্যান্সি
মুভি: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
Bangla Lyrics
ফাহাদ জ্যাকসন says:
মে ১, ২০১১ at ৯:১৫ pm
‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির জনপ্রিয়তার পেছনে এই গানটিরও অনেক ভূমিকা ছিলো।
Bangla Lyrics says:
মে ৪, ২০১১ at ৬:২২ pm
হ্যাঁ, অনেক সময় শুধু একটা গানই একটা মুভির ভাগ্য গড়ে দিতে পারে।