আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
————————-
কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান *
শিল্পী : নীনা হামিদ
Farhana Aktar
আমার সোনার ময়না পাখি.
Parbez Howlader
গগন সাকিব
Shakil Hosen
Aba*l Naki?
Ra Ki B
কোন দেশেতে উইড়া গেলা রে
Joy
কি সুন্দর, দারুণ ❤️
Md Shohel Rana
পাখিরে………
[email protected]
আমার কাছে খুব ভাল লাগে এই গান্টা
আশরাফুল
গানটা খুব ভালো লাগে আমার
Tanvir Islam Hakim
wow really nice song
তৌহিদ
খুব ভাল লেগেছে।
Anika Bhowmike
ঠিক।
Sohan
আমার সোনার ময়না
Mithun
হৃদয়ে বাজে যে গান
Sitesh Roy
গানটি আমার কাছে একটা নস্টালজিয়া ।.
Chetan Rajak
sir we met manik da dokan to day plese massage me
Mostafizur Rahman
গানটা আমার প্রিয়
Saiful Islam Saif
sobey ke donnobad…..gantar jonno.
মো: মামুনুর রশিদ
সাধু সাধু! — সাধক মামুন
কষ্ট
হ্রৃদয় ছুয়ে যায় আবেগী বাতাস ।
Babu
যতটুকু জানি এই গানটি পল্লী কবি জসীম উদদীন এর লিখা।
Rehana Pinky
অনেক সুন্দর,,