এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যূথী বনে ঐ হাওয়া–
করে শুধু আসা যাওয়া,
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন।
শুধু ঝরে ঝরঝর আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে–
কি যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে–
কবে হবে সে মিলন।
———
‘শেষপর্যন্ত’ কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
g chaudhuri
এইসব কালজয়ী গান। সেই ৭০ দশকে গেয়ে আবার এই ২০২৪শেও গাইছি। দেখুন আমার কি অবস্থা।