সে যেন আমার পাশে আজো বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
ভেঙে যাওয়া পাখীর বাসার মত মন
কিছু নেই তার বুকে আজ তো এখন
ডানা মেলে ফিরে কেনো আশা তারই কাছে
যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার
নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার
কোনো তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়
জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে
————————-
শিল্পীঃ কিশোর কুমার
Mohammed Alam
আমার অনেক পছন্দের ভালবাসার গানের মধ্যে কিশোর দা’র এই গানটি অত্যন্ত প্রিয় একটি গান। গানটির রেকর্ডিং মান খুব ভাল তাই শোনতেও ভাল লাগে। ধন্যবাদ
দেব ঘোষ
Thank you from my side, this song touched my heart