এক টানেতে যেমন তেমন
দুই টানেতে রুগী
তিন টানেতে রাজা উজীর
চার টানেতে সুখী
(ছিলিমের কী মহিমা বাবা)
পাঁচ টানেতে মাটি ছেড়ে
শূণ্যে উঠা যায়
ছয় টানেতে আকাশেতে
ভেসে থাকা যায়
সাত টানেতে তুমি হবে
ব্রহ্মা বিষ্ণু কালী
আট টানেতে সর্গ নরক
সবই পাবে খালি
(দেখাবো নাকি খালি বলি, দেখাবো নাকি)
ন\’টানেতে কি মহিমা তুমি ব্রহ্মভোগী
তিন টানেতে রাজা উজীর
চার টানেতে সুখী
(সমুদ্র, এ যে সমুদ্র, চারিধারে সমুদ্র। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড)
(একি! একি! দেবানন্দের হিন্দী-ফিল্ম-তিলিম কেনো বাবা?
–ভুল হয়ে গেছে
–বাংলায় ফিরে এসো বাবা)
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড
তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড
(কাণ্ড! সব লন্ডভন্ড)
অমৃতের চিতা \’পরে গজালো যে ঘাস
তাই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ
গাঁজার চাষরে দাদা
গাঁজার চাষরে দাদা
(দেখাবো নাকি, খালি বলি, দেখাবো নাকি)
সেই গাঁজা খেয়ে যে শিব
হলেন মহা যোগী
তিন টানেতে রাজা উজীর
চার টানেতে সুখী
(সবাই সুখী)
—————–
শিল্পীঃ কিশোর কুমার
Leave a Reply