আমারও তো গান ছিল
সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে
থাকবো জীবনে
জানিনা কি অপরাধে
শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল
ভেঙে গেল প্রাণ
কত সুখ পেল বিধি
তার এ লিখনে
তোমাদের কাছে শুধু
জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড়
কিছু কি গো নাই
ভালোবাসা রাজার রাজা
নয় কি ভুবনে
———–
শিল্পীঃ কিশোর কুমার
Leave a Reply