যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয়।।
সেই প্রেম আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
তুমি আর আমি আর কেউ নাই
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও।।
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
চাই না কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও
জেনে নিও
তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।
————————-
খালিদ হাসান মিলু
Shakil
This song is tuned by Ahmed Imtiaz Bulbul.
Barun Mondal
ধন্যবাদ ebangla library