কেউ কোনোদিন আমারে তো কথা দিল না
বিনিসুতার মালা খানি গাঁথা হলো না
ও, এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ (তোমার)
পুড়ে হবে কালা
ও, লালন মরলো জল পিপাসায়
থাকলে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস
তিষ্ণা মেটে না
ও, ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী
(বলো) তাই বলে কি থেমেছিল কদমতলার বাঁশী
ও, দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে না রে
এই মরন যে সুখের মরন (হায়রে)
দেখলাম জনম ভরে
Leave a Reply