বসন্ত আসেই ফিরে ফিরে
আশা নিয়ে কাটে দীর্ঘ ঋতু
অর্ধাহারে কিংবা অনাহারে
কখনো বিষম উপবাসে;
আজ দেখি সারা অঙ্গ ভরে
ফুটে উঠছে ফুলের আগুনি
থোকা থোকা নিষ্কম্প অঝর;
ধরে আছি ভাঙা পাত্রখানি।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০১০
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Shimul Salahuddin
অসাধারণ, বেদনার বোনের মতো। দারুণ। স্যালুট কবিকে।