মেঘ হেরি নীল গগনে
চঞ্চল মন শ্যাম দরশনে ||
কালো রূপ সখি ছিল মোর ভালো,
বিজলীর জ্বালা কেন বা জ্বালালো—
পায়ে ধরি সখি, এনে দে শ্যামলে,
উতলা শ্রাবণ গহনে ||
কথা-শৈলেন রায়
সুর ও শিল্পী- কৃষ্ণচন্দ্র দে
পূর্ববর্তী:
« মেঘ মেদুর ঘন ছায়ে আসিলে কি
« মেঘ মেদুর ঘন ছায়ে আসিলে কি
পরবর্তী:
মেনেছি গো হার মেনেছি »
মেনেছি গো হার মেনেছি »
Leave a Reply