বাজে না বাঁশি গো
ফুলের বাসরে জাগে না হাসি গো।।
আকাশে নাই চাঁদের মধু জোছনা
দূরেই রহিল সেই নিজ লোচনা,
নাই জোছনা…
তাই নীরব নয়নধারে আমি ভাসি গো।।
আজি এ মায়াভরা মধু নিশিথে
বঁধুর মনে মন চায় মিশিতে,
মধু নিশিথে…
মালাখানি হলো যে গো ফুল ঝড়ানো
জীবনে সবই যেন ভুলে ভরানো
সে প্রিয় হলো কেন পরবাসী গো।।
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর, কণ্ঠ : শচীন দেববর্মণ
Leave a Reply