কত মধুরাতি এলো, এলো আর চলে গেল
জীবনে জোয়ার এলো না।।
সাথীহারা মন আজও সাথী পেল না।।
চাঁদের আলোয় লেখা যত কবিতা
আমার জীবনে সবই হলো যে বৃথা।।
কুহু কুহু কুহুতানে কোয়েলিয়া আমার প্রাণে
সুরের আগুন জ্বেলো না।।
মধুমালতীর মালা কত না লুটালো ধূলিতে,
আমারই বেদনা দোলে শিশির কণিকাগুলিতে।
স্বপন ছড়ায়ে এলো মাধবী নিশা
মিটিল না আজও তবু মিলনতৃষা।
যারে খুঁজি আসে না সে আমার হিয়ার পাশে,
দুরাশা তবু যে গেল না।।
———
কথা – মোহিনী চৌধুরী
সুর – শৈলেশ দত্তগুপ্ত
Leave a Reply