আজো আকাশের পথ বাহি চাঁদ আসে
মোর ব্যথা গোধূলীব ছায়াতীরে।
ঝরা মাধবীর ম্লান মালাখানি
শপথের স্মৃতি যে গেল ছিঁড়ে।
সুর যেন ভুলে গেছে ভাঙ্গা বাঁশী
প্রেম মোর কাঁদে আর আমি হাসি
নাহি জানি কেন তবু মনে আসে
মিলনের সেই রাতে ছিলে পাশে
প্রদীপের স্বপ্ন হল ঐ ভুল—
নিভে যেতে চায় ধীরে ধীরে।।
ভেঙে কেন দিলে হায় সব খেলা
তুমি যেন বেখে গেছ অবহেলা
যতটুকু তব আজো আছে বাকি
তারি লাগি তোমারে যে কাছে ডাকি
এ হৃদয় কেঁদে কয় ভোল অভিমান
জেগে আছি ওগো তুমি এসো ফিরে।।
———–
সুর ও শিল্পী : শচীনদেব বর্মণ
Leave a Reply