বল্লভ ফিরে গেছে পল্লব ঝরে গো
দূরে ঐ নভোনীল মেঘছায় ভরে গো।।
করবীর সুরভিতে অন্তর জাগেনি
মন্থর সমীরণে সেই দোল লাগেনি
সেই সুর নেই যেন বিহগের স্বরে গো।।
বেলা শেষে খেয়াতরী ঐ যেন বয়ে যায়
পথিকের স্মৃতি শুধু আঁখিজলে রয়ে যায়।
তবু মোর কণ্ঠে মালা আছে জড়ানো
নয়নের হাসি আজ বেদনায় ভরানো
সেই মোর দিনগুলি আজও মনে পড়ে গো।
——–
শিল্পী : সুপ্রভা সরকার
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
Leave a Reply