প্রেম সে তো শুধু রূপকথা হয়ে
নিশীথ স্বপনে বয়।
ধরিতে গেলেই মৰীচিকা মনে হয়।।
তবু সেতো নহে ভুল—
(জানি) রূপের আড়ালে কাটাবে লুকায়ে
চিরদিনই হাসে ফুল
হাসি যদি কভু ঝরায় অশ্রু
সেতো অভিশাপ নয়।।
কাছে এসে কেন দূবে চলে যাও
নাও নাতো মালা গলে
এমনি কবেই নিয়তির খেলা চলে।
তবু কেন ভুলে যাই
আঁখিজল ছাড়া এ জীবনে মোর
আর যেন কিছু নাই
ব্যথা সেততা এই হৃদয়ের পরিচয়।।
———–
শিল্পী : রবীন মজুমদার
সুর : দুর্গা সেন
Leave a Reply