কাঙালের অশ্রুতে যে রক্ত ঝরে
ভগবান, ও ভগবান দেখেও তুমি দেখে না।
ওরা যে সেই পাঁজরে প্রাসাদ গড়ে
ভগবান ও ভগবান দেখেও তুমি দেখো না।
মিনতি শুনে হায়
পাষাণও গলে যায়
তুমি তো দেখোনা গো চেয়ে
বেদনা পেয়ে
আমরা কাঁদি ওদের ক্ষেতে
হাসির ফসল ঝরে গো।।
মোদের এ ভাগ্য যেন খেলার পাশা।
ওদেরই চরণছায়ে বাঁধে বাসা।
এ ব্যথা শোধে গো
আঁধাবে বোধে গো
জানিনা আমাদেব কি দাম আছে
আলোরই কাছে
আমরা যেন প্রদীপ শিখা।
নিয়তি যে ধবে গো।।
————–
শিল্পী : সাবিত্রী ঘোষ
সুর: অনুপম ঘটক
Leave a Reply