যেখানেই থাকো যত দূরে তুমি থাকো
ভুল বুঝে যদি ভুলে যাও কভু মোরে।
এ পৃথিবী থেকে যেদিন বিদায় নেবো
অনুরোধ মোর সেদিন থেকোনা সরে।।
যে মালাটি আজ নিয়েছ তোমারি ভেবে
হয়ত বা তারে ধূলিতে ফেলে দেবে
তবু ভালবাসা দিয়ে যারে আজ দিলে ভরে
ভুল বুঝে তারে সেদিন থেকোনা সরে।।
যার প্রেম আজ ফাগুনে ফোটানো ফুল
সেকি চৈত্র বেলার ঝরা পাতাদের
কান্নায় হবে ভুল।।
তোমায় যে আমি শেষবার শুধু দেখে
চলে যাবো ওগো এই যে পৃথিবী থেকে
শেষ সাধ মোর দিওনা বিফল করে।
ভুল বুঝে মোরে সেদিন থেকোনা সরে।
———–
সুর ও শিল্পী : নীতা সেন
Leave a Reply