শুধু ক্ষমা চাওয়া ছিল বাকি
যারে ভাবি আলো।
সে তো আলেয়ার ফাঁকি।
যদি মোর হাসি গান
নাহি পেলে প্রতিদান
ব্যথা অভিমান কেমনে বলগো ঢাকি।।
যেথা ছিল হাসি আজ সেথা আঁখিজল
ঝরে গেছে মালা আজ শুধু ফুলদল।
দূর তবু নহে দূর।
সেতো জীবনেরই সুর
তারি মাঝে আমি নিজেরে লুকায়ে রাখি।।
———-
শিল্পী : অনন্তদেব মুখোপাধ্যায়
সুর : সুধীরলাল চক্রবর্তী
Leave a Reply