শুধু দুটি ফোঁটা আঁখি জলে
একটি ভুলের মধুর কাহিনী
মুকুতার মত ঝলে।।
ক্ষমা ত’ করোনি মোরে
তাই দূরে গেছ তুমি স’রে
সেই ফুলডের ঝরে গেছে
ঝরে গেছে পলে পলে।।
আজ মোর সেই ভুল ভেঙে গেছে
ফুরায়েছে সব আশা।
ভুল করে তবু বারে বারে কেন
বালুচরে বাঁধি বাসা।।
তুমি তো পাষাণ জানি
তবু পরাজয় নাহি মানি
দিয়ে গেছো ব্যথা
হৃদয় দেবার ছলে।।
———
শিল্পী : কুমার প্রদ্যোৎ নারায়ণ
সুর : দুর্গা সেন
Leave a Reply