আমাদের গান শুনেছে রাতের ফুল
মোদের মিলন দেখেছে সন্ধ্যাতারা
মোর দেয়া তব কণ্ঠের মালা হতে
সৌরভ লুটে বাতাস আপন হারা।।
আমায় তুমি যে জানালে মনের সাধ
দূর হতে ঐ শুনে গেল আধো চাঁদ
সবাই যেন গো জেনে গেছে মনে মনে
কেহ নাই মোর কিছু নাই তুমি ছাড়া।।
তোমার আঁখিতে স্বপ্ন কুড়াতে চেয়ে
রাতের পাখীরা উঠেছে যে গান গেয়ে।।
তোমার আমার এইটুকু পরিচয়
এরই মাঝে যেন কত কিছু জেগে রয়
যেথায় হারায় ভীরু অধরের ভাষা
মনের বাঁশরী সেথায় তোলে যে সাড়া।।
———-
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়
সুর : অনিল বাগচী
Leave a Reply