তোমায় দেখেছি কত রূপে কতবার
কত সে শরতে কত সে ফাগুন দিনে।
তোমার প্রেমের মুকুতা যেন গো ঝলে
শিশির ছড়ানো চির সে সবুজ তৃণে।
তোমায় দেখেছি শ্রাবণ মেঘের কালোয়
কখনো দেখেছি চন্দ্রিমা ভরা আলোয়
আঁখির আভাসে তোমায় নিয়েছি চিনে।।
রূপের তোমার নাই যেন সীমা নাই
এ রূপের যেন সীমা খুঁজে নাহি পাই।
তোমায় দেখেছি কত সে অলস বেলায়
পাপড়ি ঝরানো রঙ্গিল ফুলের মেলায়
সে রূপ তোমার হৃদয়ে নিয়েছি জিনে।।
———-
সুর ও শিল্পী : শৈলেন মুখোপাধ্যায়
Leave a Reply