যদি ডাকো এপার হতে
এই আমি আর ফিরবো না
আমার খেয়া তোমার কুলে।
আর কখনও ভিড়বে না।।
নিরুদ্দেশে যাত্রা করে
কবে বল কেই বা ফেরে
মিলন মালা ছেড়েই যদি
মায়ার বাঁধন ছিড়বে না।।
কাছে আছি তাইতো আমার
নেইতো কোন দাম।
তোমার ব্যথায় মুখর হবে
তোমার দেওয়া নাম।।
যায় যদি যাক প্রহর বয়ে
মর্মে স্মৃতির অশ্রু লয়ে
তবু আমার প্রেম আঁধার হয়ে
প্রদীপ তোমার ঘিরবে না।
————-
সুর ও শিল্পী : শ্যামল মিত্র
Subir sarkar
বাংলা গানের লিরিক গুলো যথাযথ ভাবে দেওয়া উচিত ।