আমি বলি তুমি শোন
আকাশের ঐ তারা গোন
কথা রাখ কাছে থাক গো।
আর তুমি বল আমি শুনি
রচি প্রেম ফাল্গুনী
এস এস কাছে ডাক গো।।
মুকুল ধরা বকুলগুলো
ব্যাকুল হাওয়া দিক দুলিয়ে
আর আঁখিতে মোর তোমার আঁখি
নিবিড় আবেশ দিক বুলিয়ে।
তুমি শোন আমি বলি
হোক না রাতি চন্দ্রাবলী
কাছে এস যেওনাকো গো
আর কথা রাখ কাছে থাক গো।
আর নয়ত ধর তুমি আমি
পাশাপাশি জেগে রব
চোখে চোখে কথা কব
মনে মনে মনের কথা জেনে লব।
উদাসী ঐ বাঁশীর সুরে
হাসির ঝলক দাও ছড়িয়ে
তুমি কণ্ঠে আমার গন্ধটালা।
মিলন মালা দাও পরিয়ে।
আমি শুনি তুমি বল
নয়ন কেন ছল ছল
হাসি দিয়ে ব্যথা ঢাক গো।
———
শিল্পী : জগন্ময় মিত্র
সুর : অনুপম ঘটক
Leave a Reply