ঐ বাজে রিনিঝিনি কিংকিনি
মঞ্জির অশান্ত পায়।
শুনি গুঞ্জরে আজ মধুকর
চঞ্চল কুঞ্জের ছায়।।
রাঙা পলাশের হাসি জাগে বনে
হায় একি ছন্দ লাগিল যে মনে
সুন্দর মম অন্তর আজি
জাননা কি ওগো কারে যে চায়।।
দোলে বন ভোলে ন ফাগুনে আজ
কাকলী কুহু শোনাল যে গান
জানিনা কে দিল সাড়া
সুরে সুরে ভরে ওঠে প্রাণ।
আজি দখিনার বাঁশী শুনি আমি
তোমারি লাগি দিন গুণি আমি
শুভ এ লগ্ন স্বপনে যে মগ্ন
উচ্ছল জীবন বেলা যে যায়।
———-
শিল্পী : গায়ত্রী বসু
সুর : অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
Leave a Reply