আলোতে ছায়াতে দিনগুলি ভরে রয়।
তারই মাঝে ভাবি কাছে এলে যদি
তুমি কি আমার নয়।।
তোমার নয়নে তাই
স্বপন কুড়াতে চাই
আমার মালার এ ফুলের বাসে।
রাখি তারই পরিচয়।
মালতীর মিতা মধুপে সে কথা জানে
কাকলী কুজনে কিসের দোল
রেখে রেখে যায় মনে।
কত সে মোহের সমারোহে
আমরা দোঁহে আছি।
কত ফুলের গন্ধ আসে
গন্ধ বহর ছন্দ আসে
প্রণয়লীলা যাবে যে কত ভাবে।।
———-
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
Leave a Reply