আকাশ আর এই মাটি ঐ দূরে
যেথা মেশে—
চল সেথা যাই ওগো কোন বাধা নাই
সেথা কেটে যাবে দিন শুধু হেসে।।
যেথা পাখী ভ্রমরের গীতালি
শুধু প্রাণে প্রাণে রবে মিতালি
যেথা নীল নীল তারা ঝিলমিল
মন যায় গো সেথা ভেসে।
কুহু আর কূজনে যেথা শুধু দুজনে
আলাপন হবে।
আঁখির পলকে হাসির ঝলকে
জানিগো তুমি কাছে রবে।
যেথা অনুরাগে মন ভরানো
আর প্রাণে প্রাণে সুর ছড়ানো
যেথা ঘুম ঘুম তারা নিঝঝুম।
যেথা কাটবে গো শুধু হেসে।
———–
শিল্পী : আলপনা বন্দ্যোপাধ্যায়
সুর : শ্যামল মিত্র
Leave a Reply