আকাশ মাটি ঐ ঘুমাল
ঘুমায় রাতের তারা।
তবে কিসের ধ্বনি মোর মরমে
হঠাৎ জাগায় সাড়া।।
ঝিরি ঝিরি বাতাস এলো ঝরা পাতার বনে
স্রোতের মতন স্বপ্ন এলে মনে
হৃদয় আমার কেই বা জানে ওগো
বল আমি ছাড়া।
ওগো আমার স্বপন দোসর বল কি চাও
ছায়ার মত ছুঁয়ে আমায় ব্যথা কেন পাও
ভরা পালে তরী কিগো বল।
হবে স্রোতে হারা।।
জ্বল জ্বল তারার প্রদীপ ঐতো নিভে আসে
আর জলে ভরা নয়ন আমার হাসে
এত পেয়েও মাঝপথে কেন
হারায় তবু ধারা।
——–
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
সুর : অনুপম ঘটক
Leave a Reply