আমায় ভুলবে কি
জানি একটু পরেই যাবে
চলে যাবার আগে যাও গো বলে।
আমায় ভুলবে কি?
যদি আমায় ভুলে হায়
তুমি হওগো উদাসীন
কেমন কবে কাটবে আমার
তুমিহারা দিন।
এই যে এত হাসি যায় যদি গো থেমে
তবু তোমায় পেলাম আনি
আমার চিরকালের প্রেমে
যাও গো চল যাও
তবু কেন এমন হয়
কাছের তুমি দূরে গেলে
আর যেন কেউ নয়।
———
শিল্পী : নীতা সেন
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
Leave a Reply