প্রজাপতি মন আমার
পাখায় পাখায় রং ছড়ায়।
কে জানে কোন চঞ্চলতায়
তোমার ফুলের মন ভরায়।
কপোতীর কানে কানে কপোত কথা কয়—
মৌমাছির গানে গানে পলাশ রাঙা হয়
স্বপ্ন আসে তাই আবেশে
তোমার চোখে ঘুম জড়ায়।
পিয়ালের শাখে শাখে
‘বউ কথা কও’ ডাকে
সারা বেলা ডাকে।
ঘুমপাড়ানি সুরে সুরে বাতাস আনে দোল
সোনার কাঠির ছোঁয়া লেগে হৃদয় উতরোল
মন পাবে সে সেই আবেশে
তোমার বাঁশী সুর ঝরায়।
——-
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়
সুর : নচিকেতা ঘোষ
Leave a Reply