আমি চেয়েছি তোমায়–
সেকি মোর অপরাধ
শুধু এ জীবনে নয়, এ যেন আমার,
কত জনমের সাধ।
নেভা দীপ সম, নিজেরে লুকায়ে রাখি
দূরে দূরে সরে থাকি।
পাছে মোর কাছে এলে, কেউ যদি বলে
তুমি কলঙ্কী চাঁদ।
সূর্যের পানে, চেয়ে চেয়ে ভরে,
সূর্যমুখীর বুক।
তাইতো তোমায়, দূর হতে দেখি,
সেই যে আমার সুখ।
কি যে ব্যথা মোর,সে শুধু আমি জানি,
হার তবু নাহি মানি।
পথ চাওয়া মোর, নয়ন নিমেষে
নামেনা তো অবসাদ।
———
শিল্পী : ধনঞ্জয় ভট্টাচার্য
সুর : সতীনাথ মুখোপাধ্যায়
Leave a Reply