আমার নতুন গানের নিমন্ত্রণে
আসবে কি?
আমায় তুমি আগের মত
তেমনি ভালবাসবে কি?
ফাগুন বলে কোন কথাই শুনবোনা
ছড়ালো রং তোমার প্রাণে উনমনা।
সেই রঙে মন ভরিয়ে নিয়ে
আবার তুমি আসবে কি?
কে জানে আজ কোথায় আছ কোন দূরে
ভুললে কি গো তোমারই সেই বন্ধুরে
চোখে চোখে নীরব কথা।
ব্যাকুলতায় ভাসবে কি?
——–
শিল্পী : সুচিত্রা সেন
সুর : রবীন চট্টোপাধ্যায়
Leave a Reply