প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন
যত দূরে চাই নাই শুধু নাই
দিকে দিকে শুধু নাই নাই নাই
শুষ্ক কানন তরু শাঁখে
বিরস কণ্ঠে পাখি ডাকে
বুক ফাটা পিয়াসায় অগ্নি আকাশ পানে চাহে সদাই
হায়রে স্রোতস্মিনী এমন শীর্না তোরে
দেখিনি তো আর কোন দিন (হায়রে)
বক্ষে মরণ যাচে আশা
নিরব মৌন যত ভাষা
এক ফোটা অশ্রুর শান্তনা খুঁজে তবু দুহাত বাড়াই
————————-
মান্না দে
Leave a Reply