আমি খোলা জানালা তুমি ওই দখিনা বাতাস
https://www.youtube.com/watch?v=52w3jiVVXq4
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ ।।
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ ।।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদূর
আমি বিরহী ইতিহাস ।।
————-
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য
অ্যালবামঃ স্বপ্ন দেখাও তুমি
সুরকারঃ রূপঙ্কর
গীতিকারঃ শিবনাথ বন্দ্যোপাধ্যায়
MD.MOYNUL ISLAM
আমার শহরে আমি আজ নিষিদ্ধ শুধু তোমারই কারণে