সীতা একা বসেছিলেন অশোক কাননে
আমি গেলাম হনু সেজে তোমরা জাননে
আমার বুকে ছবি লেজে ভর্তি কেরোসিন
সীতা গেলেন মূর্ছা দেখে অগ্নিকাণ্ড সিন,
তারপর যা হয়েছিল তোমরা জাননে
জানলে পরেও দাঁত দেখিয়ে তোমরা মাননে
বলছি শোনো দেখতে পেলাম অশোক গাছের ফাঁকে
মুকুট পরা একখানা মাল আটকে মধুর চাকে
দেঁতো হাসি হাতে বাঁশি বলল আমায় ডেকে
ওরে হনু ঘন্টু মনু বড্ড গেছিস পেকে
বুকের মধ্যে ছবির কপি লঙ্কা জুড়ে চিতা
কোঁচড় থেকে বের করল খান পঁচিশেক গীতা
বলল যখন এতই পারিস লাফ আর ঝাঁপ আর নীচে
পঁচিশ কপি দিলাম শুধু পারলে দেতো বেচে
সেদিন থেকে কামড় ভুলে ঘুঙুর পরে নাচি
সন্ধ্যা থেকে অ্যাকাডেমি লিটিল গীতা বেচি
সেদিন আমার কদর লম্বু ল্যাজে ভর্তি কেরোসিন
আজকে কাঁধে ঝোলা বেচি লিটিল ম্যাগাজিন
আমরা হনু দাঁত দেখিয়ে নিজের বুকেই চিতা
কৃষ্ণ আছেন মাথায়, আছেন সীতা ওউড় গীতা
Leave a Reply