কিছু নেই পুরো ফাঁকা
শুধু দুটো ডিম ছিল গোটা ফ্রিজে
ওকেই যদি দুটো দিয়ে দিই
কী খাব আমি নিজে
রাত্রি মধ্য গদ্য পদ্য কাব্য নিশুতি তারা
সব ঢুকে গেছে ডিমের মধ্যে
ভাবি কী লক্ষ্মীছাড়া
নিরীহ দু’ চেতন অচেতনে
অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দুটো ডিম কটা হাত ?
বাইরে এখন শিশিরের সাথে সঙ্গমে রাজি রাত
হঠাৎ চাঁদের মুখ মনে পড়ে, মনে পড়ে ভাবিনি তো
ডিম তাতে এই
ভেবে দেখ যদি দু-দুখানা চাঁদ হত
Leave a Reply