হে আমার পরম পিতঃ
যদি ভুলেও আবার জন্ম নিই তো
তুমি যেন ভুল কোরো না
আমাকে আর স্কুলে পাঠিয়ো না |
স্কুলের এ শিক্ষা ভীষণ, ভুগোল ইতিহাস তারিখ বা সন
ভর, ভার, পরিমিতি বা ত্রিকোন মেপেও কোনো
লাভ হল না
পাঠাবার আর জায়গা পেলে না
গোল কৃমির জনন অঙ্গ
অনিচ্ছাতেও বঙ্গভঙ্গ
কুনো ব্যাঙের নার্ভতন্ত্রে
অঙ্ক শিখেও গণতন্ত্রে
কিছুতেই কোনো হিসাব মেলে না
আমাকে আর স্কুলে পাঠিয়ো না
হে আমার পরম পিতঃ
যদিও ভুলেও আবার জন্ম নিই তো
তুমি যেন ভুল কোরো না
আমাকে আর স্কুলে পাঠিয়ো না |
শিক্ষা মানেই এ পরীক্ষা
পরীক্ষা মানেই কত নম্বর
নম্বরের জন্য দুবেলা
শুধুই পড়া বন্ধ খেলা
নম্বরের জন্য অবেলায়
ট্রেনের চাকা পড়ছে গলায়
বুঝছ না কি আজ এ বেলায়
পাশ আর ফেলের ফালতু খেলায়
জিতেও কোনো লাভ হল না
হে আমার পরম পিতঃ
যদিও ভুলে আবার জন্ম নিই তো
তুমি যেন ভুল কোরো না
আমাকে আর স্কুলে পাঠিয়ো না
Leave a Reply