নেই সংশয় নেই বিস্ময়, একই খুনের ধারা সব দেহে বয়
মিষ্টি মধুর হোক ভেদাভেদ দুর
সবার প্রাণেতে বেজে যাক সুর
মোদের সুরে বাঁধা হোক বেদ ও কোরান
কেউ হিন্দু কেউ মুসলমান ( ২ )
কেউ পড়ে মন্ত্র কেউ আজান ( ২ )
কেই করে মুশকিল আসান
কেউ ধরে যজমান
কেউ হিন্দু কেউ মুসলমান
একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান ( ২ )
ওরে বলে নজরুল হোক এ জান কবুল
যেন করি নির্ভুল এর অর্থ প্রমাণ
মোদের সুরে বাঁধা হোক বেদ ও কোরান
কেউ হিন্দু কেউ মুসলমান ( ২ )
কেউ ডাকে আল্লা কেউ ভগবান ( ২ )
সবারই পেটেতে খিদে বুকে প্রাণ ওরে— ( ২ )
কেউ হিন্দু কেউ মুসলমান—
বৌদ্ধ ভিখারি হোক নির্ভিক শিখ ( ২ )
অসমী বন্ধু —- গোর্খা সৈনিক ( ২ )
মন্দির মসজিদ গুরুদোয়ার
ভক্তি শক্তি রূপের বাহার
মোদের সুরে বাঁধা হোক বেদ ও কোরান
জাতের দোহাই দিয়ে যারা নিতে চায় জান ( ২ )
ওরে সেই তো অসুর সেই শয়তান
যায় যদি যাক তবে আগে যাক তার প্রাণ
মোদের সুরে বাঁধা হোক বেদ ও কোরান
Leave a Reply