শোনো হে শোনো, শোনো হে শোনো
শোনো সুধীজন, গেয়ো না গান না শিখে ব্যাকরণ
যতই থাকুক গান টগবগে প্রাণে
অনুচিত গান গাওয়া যে না গান জানে
ভোর হলে গলা খুলে শেখো সারেগামা
ভাঙলে ভাঙুক প্রতিবেশীদের ঘুম
ভাঙুক গলা অতিরিক্ত রেওয়াজে
দেখো যেন শেখার এ নিয়ম না ভাঙে
চাপান উতোর দুর দুত্তোর
ভালো লাগে না প্লিজ বাতেলা থামান
চাপান উতোর দুর দুত্তোর
করব যা খুশি চায় মোর মন প্রাণ
তালিম তালিম নাও শেখো সুর-তাল
পাশ করো গুরুদের নামি দামি সুরে
পাখিদের ডাকে সুর খুঁজো না ভায়া
সুর খুঁজো সুর শেখো নামি-দামি বইয়ে
চাপান উতোর দুর দুত্তোর
ভালো লাগে না প্লিজ বাতেলা থামান
চাপান উতোর দুর দুত্তোর
করব যা খুশি চায় মোর মন প্রাণ
প্রথম পাঠেই শেখো — আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
হাত ধরার ইচ্ছে যদিও না থাকে
হও করমেতে বীর, হও ধরমেতে ধীর
ধর্মে কর্মে যদি মনও না থাকে
শেখানো বুলি বলো শিখে তোতাপাখি
নিজের মনকে অহরহ দিয়ে ফাঁকি
গিটার নিও না কাঁধে জাত যাবে চলে
জিন্ স পোরো না মওকা পেলে নেবে খুলে
মাকুন্দ থেকো নেই নেই কোনো ক্ষতি
চোয়ালে গজালে দাড়ি যত দুর্গতি
সমালোচকেরা হেথা দেখে বেসবাস
গানেরও জাত খোঁজে বসে বারো মাস
চাপান উতোর দুর দুত্তোর (২)
ভালো লাগে না প্লিজ বাতেলা থামান
চাপান উতোর দুর দুত্তোর
করব যা খুশি চায় মোর মন প্রাণ ||
Leave a Reply